রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিল দলে ফিরলেন নেইমার 

স্পোর্টস ডেস্ক

১৭:১৭, ১৩ মার্চ ২০২২

৫৬০

ব্রাজিল দলে ফিরলেন নেইমার 

ব্রাজিল দলে ফিরলেন নেইমার 
ব্রাজিল দলে ফিরলেন নেইমার 

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে নেইমারকে দলে ফিরিয়ে এনেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের গত তিনটি ম্যাচে খেলতে পারেননি এই তারকা স্ট্রাইকার।

এছাড়া তিতের বিবেচনায় প্রথমবারের মত ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন আর্সেনালের স্ট্রাইকার গাব্রিয়েল মার্টিনেলি। ইতোমধ্যেই এই অঞ্চলের শীর্ষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। যে কারনে বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ ব্রাজিলের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। এই দলে সেজন্য অন্তর্ভূক্ত করা হয়নি ম্যানচেস্টার সিটি গাব্রিয়েল জেসুসসহ লিভারপুলের আরেক স্ট্রাইকার ফিরমিনোকে।

আগামী ২৪ মার্চ ষষ্ঠ স্থানে থাকা চিলির বিপক্ষে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। পাঁচদিন পর বলিভিয়ার আতিথ্য নিবে তিতের দল।

ব্রাজিলিয়ান সকার কনফেডারেশন আরো জানিয়েছে বিশ্বকাপের আগে ব্রাজিল পাঁচটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। যদিও প্রতিপক্ষের নাম এখনো চূড়ান্ত হয়নি। একইসাথে করোনাভাইরাস আইন ভঙ্গের ইস্যুতে বাতিল হয়ে যাওয়া আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিও খেলতে হবে ব্রাজিলকে।

স্কোয়ার্ড
গোলরক্ষক এ্যালিসন, এডারসন, উইভারটন।
ডিফেন্ডার : ডানিলো, ডানি আলভেস, এ্যালেক্স টেলেস, গুইলহারমি আরানা, থিয়াগো সিলভা, এডার মিলিটাও, মারকুইনহোস, গাব্রিয়েল মাগালাহেস।
মিডফিল্ডার : কাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েটা, আর্থার, ব্রুনো, ফিলিপ কুটিনহো।
ফরোয়ার্ড : নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, গাব্রিয়েল মার্টিনেলি, এন্টনি, রাফিনহা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank